অত্র প্রতিষ্ঠানের সকল শ্রমিক , কর্মচারী ও কর্মকর্তাদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে , “ পবিত্র ঈদ - উল- আযহা ” উপলক্ষ্যে আগামী ১৬ , ১৭ ও ১৮ জুন ২০২৪ খ্রিস্টাব্দ মোতাবেক রোজ রবিবার , সোমবার ও মঙ্গলবার অত্র প্রতিষ্ঠানে ছুটি থাকবে । সকল অত্যাবশ্যকীয় শাখাসমূহ কর্তৃপক্ষীয় পূর্ব অনুমোদন সাপেক্ষে যথারীতি চালু থাকবে ।