অত্র প্রতিষ্ঠানের সকল শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ বিভাগের গত ২ জুলাই ২০২৫ খ্রি. স্মারক নম্বর: ০৪.০০.০০০০.০০০.৪১৬.২৩.০০০১.২০.৪০৭ সংখ্যক প্রজ্ঞাপন অনুযায়ী সরকার প্রতিবছর ৫ আগষ্ট 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' (সাধারণ ছুটি) ঘোষণা করেছে। উল্লিখিত বিষয়ে কর্তৃপক্ষীয় অনুমোদনক্রমে 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' উপলক্ষ্যে আগামী ৫ আগষ্ট ২০২৫ খ্রিস্টাব্দ রোজ মঙ্গলবার অত্র প্রতিষ্ঠানে সাধারণ ছুটি থাকবে। উল্লেখ্য অত্র প্রতিষ্ঠানের সকল অত্যাবশ্যকীয় শাখাসমূহ কর্তৃপক্ষীয় পূর্ব, অনুমোদন সাপেক্ষে যথারীতি চালু থাকবে।
ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্তক্রমে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে সরকারি ছুটির সাথে সংগতি রেখে ছুটি সমন্বয় করার লক্ষ্যে অব প্রতিষ্ঠানের নির্ধারিত পর্ব ছুটি (০৭-০৬-২০২৫ ও ০৮-০৬-২০২৫ খ্রি. রোজ শনিবার ও রবিবার) ছাড়াও আরও ০১ দিন অর্থাৎ ০৯-০৬-২০২৫ খ্রি. রোজ সোমবার উক্ত পর্ব ছুটির সাথে ছুটি সমন্বয়ের জন্য আগামী ৩০-০৫-২০২৫ খ্রি. রোজ শুক্রবার অত্র প্রতিষ্ঠানের যাবতীয় কার্যক্রম চালু থাকবে।
অত্র প্রতিষ্ঠানের সকল শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, "মে দিবস" উপলক্ষ্যে আগামী ০১ মে ২০২৫ খ্রি. রোজ বৃহস্পতিবার অত্র প্রতিষ্ঠানে ছুটি থাকবে। সকল অত্যাবশ্যকীয় শাখাসমূহ কর্তৃপক্ষীয় পূর্ব অনুমোদন সাপেক্ষে যথারীতি চালু থাকবে।
অত্র প্রতিষ্ঠানের সকল শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, "বাংলা নববর্ষ” উপলক্ষ্যে আগামী ১৪ এপ্রিল ২০২৫ খ্রি. মোতাবেক ০১ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ রোজ সোমবার অত্র প্রতিষ্ঠানে ছুটি থাকবে। সকল অত্যাবশ্যকীয় শাখাসমূহ কর্তৃপক্ষীয় পূর্ব অনুমোদন সাপেক্ষে যথারীতি চালু থাকবে।
অত্র প্রতিষ্ঠানের সকল শ্রমিক , কর্মচারী ও কর্মকর্তাদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে , “ পবিত্র ঈদ - উল- ফিতর ” উপলক্ষ্যে আগামী ২৯ , ৩০ , ৩১ মার্চ , ০১ , ০২ ও ০৩ এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ রোজ শনিবার হতে বৃহস্পতিবার পর্যন্ত অত্র প্রতিষ্ঠানে ছুটি থাকবে । সকল অত্যাবশ্যকীয় শাখাসমূহ কর্তৃপক্ষীয় পূর্ব অনুমোদন সাপেক্ষে যথারীতি চালু থাকবে ।
অত্র প্রতিষ্ঠানের সকল শ্রমিক , কর্মচারী ও কর্মকর্তাদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে , “ পবিত্র ঈদ - উল- আযহা ” উপলক্ষ্যে আগামী ১৬ , ১৭ ও ১৮ জুন ২০২৪ খ্রিস্টাব্দ মোতাবেক রোজ রবিবার , সোমবার ও মঙ্গলবার অত্র প্রতিষ্ঠানে ছুটি থাকবে । সকল অত্যাবশ্যকীয় শাখাসমূহ কর্তৃপক্ষীয় পূর্ব অনুমোদন সাপেক্ষে যথারীতি চালু থাকবে ।
আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে , ইনশা - আল্লাহ আগামী ১৫ ডিসেম্বর ২০২৩ খ্রি . রোজ শুক্রবার বিকাল ০৩:০০ ঘটিকায় ডোঙ্গায় আখ নিক্ষেপণের মাধ্যমে কেরু এ্যান্ড কোম্পানী ( বাংলাদেশ ) লিমিটেড এর ২০২৩-২৪ আখ মাড়াই ও চিনি উৎপাদন কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে ।